‘বিমান খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৩২
অ- অ+

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘বিমান খাতে অনিয়ম ও দুর্নীতি নির্মূল করতে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। অব্যবস্থাপনার ফলে এতদিন এ খাতে লোকসান হতো, কিন্তু এ খাতের সমস্যা শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেয়ায় এক বছরে বিমান খাতে লোকসান কাটিয়ে ২৭৩ কোটি টাকা আয় হয়েছে। দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে সরকার খুবই কঠোর। দুর্নীতিবাজ যতই শক্তিশালী হোক- কাউকে ছাড় দেয়া হচ্ছে না।’

শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকায় হবিগঞ্জের মাধবপুরে কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নের পরিবর্তে বিদেশে টাকা প্রচার করছে। এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না।

মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর নূর, সহসভাপতি রহম আলী, সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, অধ্যক্ষ মোহন মিয়া, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, যুবলীগ সভাপতি মিজানূর রহমান, ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা