ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন কুজকাওয়াজ প্রদর্শন করেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল বারী সানু, স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ জয়নুল আবেদিন, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম শেখ, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন