ফিটনেস পরীক্ষায় পাশ করলেন ইমরুল-মুশফিক

বঙ্গবন্ধু বিপিএল থেকে ইনজুরিতে ছিলেন ইমরুল কায়েস। যার ফলে পাকিস্তানে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। তবে আজ ফিটনেস টেস্টে অনায়াসেই উতরে গেলেন এ টপ অর্ডার ব্যাটসম্যান। সেই সাথে পারিবারিক কারণে পাকিস্তানে না যাওয়া মুশফিকও পাশ করছেন। তবে আশার খবর এ দুই ব্যাটসম্যান ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট।
আজ (৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিসিবি কার্যালয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বললেন, ‘আজ ওদের (মুশফিক ও ইমরুল) দুজনের টেস্ট হলো এবং সন্তোষজনকভাবে দুজনই ভালো করেছে। দুজনই খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত হচ্ছেন। সামনের খেলাগুলো অংশগ্রহণের জন্য তাদের কোনো বাধা নেই।’
মুশফিকের চেয়ে ইমরুলের ইনজুরিটা কিছুটা গুরুতর ছিল। কিন্তু সঠিক পুনর্বাসনে দ্রুতই সুস্থ হয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ের আগে হয়েছেন মুশফিকও। যার ফলে তারা বিসিএলের দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামতে পারবেন।
তাদের ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক আরও বলেন, ‘মুশফিক ও ইমরুল, ওরা হ্যামস্ট্রিং ও কাফ মাসলের সমস্যা নিয়ে কিছুদিন স্ট্রাগল করছিলো। এর মধ্যে রিহ্যাবও চলছিলো। মুশফিকের ইনজুরি গ্রেড ওয়ান হওয়ার কারণে আমরা আশা করছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সে সুস্থতা ফিরে পাবে। কিন্তু ইমরুলের জন্য আরো বেশি সময়ের ধারণা ছিলো।’
(ঢাকাটাইমস/০৪ ফেব্রুয়ারি/এআইএ)

মন্তব্য করুন