মায়ের কথা মানলে এতদূর আসতাম না: তাপসী

বলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা তাপসী পান্নু। দক্ষিণের তেলেগু ছবি দিয়ে কেরিয়ার শুরু করা এই অভিনেত্রী এখন বলিউডে পাকা আসন গেড়ে বসেছেন। ইতোমধ্যে তিনি ‘বেবি’, ‘নাম শাবানা’, ‘জড়ুয়া টু’ এবং ‘মিশন মঙ্গল’ ছাড়াও বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। আসছে ২৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তার ‘থাপ্পড়’ নামে আরেকটি নারীকেন্দ্রীক ছবি।
অনুভব সিংহ পরিচালিত এ ছবির প্রমোশনে বর্তমানে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন তাপসী পান্নু। তারই অংশ হিসেবে অতি সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নায়িকা। সেখানে তিনি আসন্ন ছবি ছাড়াও নারী অধিকারের নানা দিক নিয়ে খোলাখুলি আলোচনা করেন। জানান, মায়ের নির্দেশ উপেক্ষা করে কীভাবে তিনি বলিউডের মতো একটি বড় প্ল্যাটফর্মে পৌঁছে গেলেন।
সাক্ষাৎকারে তাপসীর কাছে জানতে চাওয়া হয়, নারীদের কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়, এ সম্পর্কে পরিবার থেকে ছোটবেলায় তিনি কী দিকনির্দেশনা পেয়েছেন। জবাবে নায়িকা বলেন, ‘আমার মা ছোটবেলায় শেখাতেন, ‘মেয়েরা চুপ থাকলে সংসারে শান্তি আসে। পাল্টা প্রশ্ন করতেও বারণ করতেন। তবে মায়ের সেই কথাগুলো মানিনি। মানলে আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’
মুক্তি প্রতিক্ষীত ‘থাপ্পড়’ ছবিতে সাধারণ এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। কয়েকদিন আগে মুক্তি পায় সেটির ট্রেলার। সেখানে দেখা যায়, এক পার্টিতে সবার সামনে তাপসীকে থাপ্পড় মারেন তার স্বামী। ওই থাপ্পড়ই বদলে দেয় তার জীবন। সবার সামনে এমন অপমান সইতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠেন তাপসী। যার জেরে স্বামীর সঙ্গে তার ডিভোর্স পর্যন্ত হয়ে যায়।
বাস্তবে এই চরিত্রের সঙ্গে কতটা মিল তাপসীর? ছোটবেলায় কি মারকুটে ছিলেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর দাবি, স্কুল-কলেজে পড়াকালীন তিনি কাউকে থাপ্পড় পর্যন্ত মারেননি। তাহলে এরকম একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করলেন কেন? তাপসীর জবাব, ‘অনুভব স্যরের সঙ্গে ‘মুলক’-এ অভিনয় করার সময় থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে একটি ছবি করার কথা মাথায় ঘুরছিল। সেই তাগিদ থেকেই ‘থাপ্পড়’-এ অভিনয় করা।’
তবে ছোটবেলায় মারকুটে না থাকলেও প্রচন্ড রাগী স্বভাবের ছিলেন তাপসী। সে কথাও জানান অকপটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি পাল্টে গেছেন অনেক। এখন আর হুটহাট রাগেন না, ধৈর্য ধরতে শিখেছেন। কিন্তু কাদের উপরে রেগে যান নায়িকা। বলেন, ‘যারা নিজেদের কাজ ঠিক ভাবে করেন না, তাদের উপরে খুব রেগে যাই। আমি মনে করি, কোনো কাজকেই হালকা ভাবে নেয়া উচিত নয়।’
এদিকে তাপসীর নতুন ছবির ট্রেলার মুক্তির পর সেটির প্রশংসায় মেতেছেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা। সবাই অপেক্ষায় রয়েছেন ২৮ ফেব্রুয়ারি ছবি মুক্তির জন্য। তাপসীর ‘থাপ্পড়’-এর ট্রেলার দেখে অভিভূত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক অভিনেত্রী স্মৃতি ইরানিও। টুইটারে ট্রেলারের কিছু অংশ শেয়ার করে তিনি দর্শকদের তাপসী অভিনেত্রী ‘থাপ্পড়’ দেখার অনুরোধও জানিয়েছেন।
ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এএইচ

মন্তব্য করুন