লাকসামে শিশু বলাৎকারের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩
অ- অ+

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এক রেল কর্মচারীর বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবুল কালাম (৬০) ওরফে কালাম বকাউল লাকসাম রেলওয়ে জংশনের সিগন্যাল কর্মচারী। বুধবার দুপুরে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লাকসাম রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে ১২ বছর বয়সী এক শিশুকে (মাদ্রাসার ছাত্র) হাঁটতে দেখে তার পাশে গিয়ে বসে আবুল কালাম ওরফে কালাম বকাউল। এক পর্যায়ে শিশুটিকে সে তার ব্যক্তিগত কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। বিষয়টি স্থানীয় যুবকদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর ভুক্তভোগী শিশুটির চিৎকার শুনে তারা কালাম বকাউলের কক্ষ থেকে ওই শিশুকে উদ্ধার করে। শিশুটির বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী শিশু জানায়, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে লাকসাম রেলওয়ে জংশনে নেমে পড়ে। কিছুক্ষণ পর অভিযুক্ত আবুল কালাম এসে ভাত খাওয়াবে বলে তাকে নিজ কক্ষে নিয়ে বলাৎকার করে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তবে এ ধরনের একটি কথা শুনেছি।

অভিযুক্ত আবুল কালাম বকাউল ঘটনার পর গা ঢাকা দেয়। এ বিষয়ে বক্তব্য নিতে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা