বিএইচবিএফসির আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫
অ- অ+

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালন করে।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী সদর দপ্তরে প্রতিষ্ঠিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া বিএইচবিএফসির রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং প্রজেক্ট, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা পরিষদ, অফিসার কল্যাণ সমিতি এবং জোনাল অফিস-ঢাকা উত্তর ও দক্ষিণ এবং এর আওতাধীন সকল রিজিওনাল ও শাখা অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্ব-স্ব ম্যানেজারদের নেতৃত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। ব্যবস্থাপনা পরিচালক জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার মঙ্গল ও উন্নয়নের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা