নেইমারকে লাল কার্ড, তবু পিএসজির জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫

লিগ ওয়ানের ম্যাচে রবিবার বোর্দোর বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়ে শীর্ষস্থান পোক্ত করল পিএসজি। তবে, রোমাঞ্চকর এই জয়ের ম্যাচেও পিএসজির বেদনার বিষয় হলো নেইমারের লাল কার্ড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+২) লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।

এদিন নিজেদের মাঠে খেলতে নেমেও শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। ১৮তম মিনিটে বোর্দোর হয়ে গোল করেন হোয়াং উই-জো। তবে, গোল পরিশোধ করতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৫তম মিনিটে বোর্দোর জালে বল জড়ান এডিনসন কাভানি। এই গোল করার মাধ্যমে নতুন একটি মাইলফলক স্পর্শ করেন কাভানি। এটি ছিল পিএসজির পক্ষে উরুগুইয়ান ফরোয়ার্ডের ২০০তম গোল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মার্কুইনহস। কিন্তু অতিরিক্ত সময়েই সেই গোল শোধ করে দেন পাবলো। ২-২ সমতায় ফেরে বোর্দো।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহস আবারও এগিয়ে দেন পিএসজিকে। ৬৯তম মিনিটে আরও এক গোল কিলিয়ান এমবাপ্পের পা থেকে। ৪-২ গোলে ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

৮৩ মিনিটে রোবেন পার্দোর গোলে আবারও ম্যাচে ফেরার আশা জেগেছিল বোর্দোর। শেষ কয়েক মিনিট চরম উত্তেজনায় কেটেছে দুই দলের। জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া দুই দলের খেলোয়াড়রাই ফাউল করেছেন।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন নেইমার। যার ফলে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে। তারপরও পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :