মেহেরপুরে সাত দিনব্যাপী এসএমই মেলা শুরু

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৮
অ- অ+

মেহেরপুরে এসএমই মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। সাত দিনব্যাপী চলবে এ মেলা।

মেলার উদ্বোধনের সময় মন্ত্রী বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মধ্যদিয়ে দেশ আবার একাত্তরের পরাজিত শক্তির হাতে পড়ে যায়। মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হতে থাকে। ২০০১ সালে আবারও জামায়াত-বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ দুর্নীতিতে হ্যাট্রিক করে। দেশ পরিণত হয় জঙ্গিবাদ রাষ্ট্রে।’

তিনি আরো বলেন, ‘ওই সময়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যেত না। সার-তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। অথচ আওয়ামী লীগ সরকার সেই জায়গা থেকে দেশ বের করে এনেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতোমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এখন প্রধান লক্ষ্য দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। শিশু মৃত্যুর হার কমানো ও গড় আয়ু বাড়ানোর লক্ষ্যে এখন কাজ করছে সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মুরাদ আলী, এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোরশেদ আলম, জেলা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।

মেলায় ২৮টি স্টলে দেশীয় তৈরি পণ্য বিক্রি করছেন উদ্যোক্তরা।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা