কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ১৭:৫৮

কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা হয়।

‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ক্যাবের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা হাকিম গোলাম মস্তোফা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদের পরিচালনায় এ সভায় অংশ নেন- ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহীন খান, একে নাছিম খান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মস্তোফা কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলিকিছ বেগম, ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, অ্যাডভোকেট মায়া ভৌমিক, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :