করোনাতঙ্কে গৃহবন্দি ‘সুপারম্যান’ তারকা

মরণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন হলিউডের জনপ্রিয় ‘সুপারম্যান’ ছবির তারকা হেনরি কেভিল। নিজের ঘরে দিন কাটছে তার।
সর্বসাধারণের মতো তারকারা বাড়িতে বসে কাজ করতে পারেন না। তাদের চিত্রনাট্য লাগে, শুটিং সেট লাগে, সহ-শিল্পী লাগে, ক্যামেরা লাগে। তবে করোনা আতঙ্কে হলিউডের সব ধরণের শুটিং আপাতত বন্ধ। তাই ঘরে বসে একঘেয়ে দিন কাটছে তারকাদের।
হেনরি কেভিল অবশ্য কোয়ারেন্টাইনের এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন। কেক, পুডিং, লোফ বানাতে তিনি ভালোবাসেন। তাই বেকিং স্কিল আরেকটু ভালো করার পরিকল্পনা করেছেন এই তারকা। ইনস্টাগ্রামে নিজের বেক করা কিছু সুস্বাদু খাবারের ছবি তিনি শেয়ার করেছেন। চলছে পোষ্যদের সঙ্গে খুনসুটিও।
হেনরি কেভিলকে সর্বশেষ ‘জাস্টিস লিগ’ ছবিতে সুপারম্যান চরিত্রে দেখা গিয়েছিল। করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে যাওয়ার আগে তিনি ‘দ্য উইচার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।
ঢাকাটাইমস/২৩মার্চ/এএইচ

মন্তব্য করুন