সরকারি চাল নিয়ে চালবাজি, ইউপি সদস্যের দণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২০:৩৭
অ- অ+

ভিজিডির চাল আত্মসাৎ করে দোকানে বিক্রির অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এক ইউপি সদস্যেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দোকানে সরকারি চাল রাখায় দায়ে এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া ইউনিয়নে দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ ভিজিডি কর্মসূচির চালের মধ্যে ৩ বস্তা চাল সরিয়ে ফেলেন। পরে সেগুলো ঘোড়াঘাট বাস টার্মিনালের স্থানীয় রতন মিয়ার দোকানে বিক্রি করেন। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সত্যতা পান।

পরে ইউপি সদস্যের নিকট থেকে ৩ বস্তা চাল ক্রয় করার বিষয়টি স্বীকার করায় ওই দোকানদারকে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম জানান, সরকারি চাল দোকানে রাখা ও বিক্রির দায়ে ওই দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার পর থেকে পালিয়ে থাকা ওই ইউপি সদস্যকে বিকালে উপজেলায় হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের শুনানিতে ইউপি সদস্য অপরাধ স্বীকার করলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হবে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা