ঘর ও সন্তান সামলাতে হচ্ছে সানি লিওনকেও!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ২২:৩৫
অ- অ+

প্রতিটি বাবা-মায়ের প্রতিদিনের ব্যস্ততার মাঝে ঘর আর সন্তানদের দেখাশোনার দায়িত্বটি পালন করতেই হয়। নিঃসন্দেহে এটি একটি কঠিন কাজ। তবে তারকাদের ক্ষেত্রে কখনো কখনো ব্যাপারটা ভিন্ন। তবে সেই ভিন্নপথে হাঁটেননি তারকা অভিনেত্রী সানি লিওন। নিজেই সামলাচ্ছেন ঘর ও সন্তানদের।

সম্প্রতি সানি লিওন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শুধুমাত্র একজন কাজের সহযোগীকে নিয়ে পুরো ঘর এবং সন্তানদের সামলাচ্ছেন তিনি। তবে সেই কাজে সমান ভাবে সহযোগিতা করছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবর।

সানিলিওন প্রতিদিনের মতো মেয়ে নীশা, পুত্র নোহ এবং আশেরকে লালন-পালনে সাহায্য করার জন্য তাঁর আয়া এবং স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ঘরের এবং সন্তানদের কাজগুলোও ভাগ করে নেন।

লক ডাউনে সন্তানদের অনলাইন স্কুলসহ সব ধরনের বিষয়ে যত্ন নেন। তাদের পড়াতে গিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন এই অভিনেত্রী।সেই সুবাদে তাদের শিক্ষকদের ধৈর্যের কথা স্মরণ করে সম্মান জানিয়েছেন তাদের।

তবে শুধু ঘর সামলানো আর সন্তানদের দেখাশোনাই নয় অন্যতম সুন্দরী এই অভিনেত্রী স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখেন। ঘরে বসেই বিভিন্ন শারীরিক কসরত যেমন জুম্বাসহ অন্যান্য অনুশীলনগুলো করে থাকেন।

ঘরবন্দির দিনগুলোর কিছু খন্ডিত অংশ ভক্তদের মাঝেও শেয়ার করে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। (ঢাকাটাইমস/২৪ এপ্রিল/টিএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬০ কেজি গাঁজাসহ দুই দম্পতি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
লন্ডনে সিজদা দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা