গোপালগঞ্জে দুই হাজার পরিবারে ছাত্রলীগের সবজি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০, ২২:৫৬

গোপালগঞ্জে এবার শহর ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। চলতি রোজার মাস ধরে তারা গোপালগঞ্জ জেলা শহর ও এর আশপাশ এলাকা এই কর্মসূচি চালিয়ে যাবে। মাসব্যাপী কর্মসূচিতে দুই হাজার কর্মহীন মানুষের মধ্যে সবজি বিতরণ করা হবে বলে জানিয়েছেন শহর ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক।

এরই অংশ হিসেবে শনিবার প্রথম দিনে শহরের ব্যাংকপাড়া যুবিল্যান্ড রেঞ্জার্স ক্লাব চত্বরে ২০০ শ্রমজীবী মানুষের মধ্যে বিভিন্ন প্রকার সবজি বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসব সবজির মধ্যে রয়েছে লাউ, কুমড়া, উচ্ছে, কুশি, ঢেঁড়শ, পুইশাক ও কলমি শাক।

কর্মসূচীর উদ্বোধন করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. উর্মি হক। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ রাজুসহ শহর ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :