লেবাননে বাংলাদেশী নারীকর্মী নিখোঁজ

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ২৩:০২

লেবাননের আধুনিজ এলাকার ফোল্ডার কোম্পানির পাশ থেকে এক বাংলাদেশি নারীকর্মী নিখোঁজ হয়েছেন।

তার নাম শারমিন। তিনি মাদারিপুরের কাল বেপারির মেয়ে। গত সোমবার সকাল ৮টায় তিনি নিখোঁজ হন।

গত বেশকিছু দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শারমিন। গত ২৭ এপ্রিল সকালে নিকটবর্তী ফার্মেসিতে ওষুধ নিতে যাচ্ছেন বলে তার স্বামীকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটঅ্যাপে ভয়েস ম্যাসেজে জানান। এর পর থেকে শারমিন বাসায় ফেরেনি এবং তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বলে জানান তার স্বামী আহমেদ।

লেবাননের বিভিন্ন হাসপাতালসহ পরিচিত স্বজনের নিকট খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি বৈরুত বাংলাদেশ দূতাবাসে জানিয়েছেন তার স্বামী আহমেদ। দূতাবাসও তার সন্ধানে থানাসহ বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে যাচ্ছে। কিন্ত নিখোঁজের পাঁচ দিনেও তার খোঁজ মিলেনি।

এ অবস্থায় কেউ তার অবস্থান বা সন্ধান পেলে বৈরুত দূতাবাস অথবা তার স্বামীকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ নাম্বার: দূতাবাস 70635 278, নিখোঁজের স্বামী আহমেদ: 70500913

(ঢাকাটাইমস/২মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :