করোনা প্রতিরোধে হোমিও-ইউনানি চিকিৎসার পরামর্শ ভারতের

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরসের প্রতিরোধে কাজ করতে পারে হোমিওপ্যাথি ও ইউনানি। সম্প্রতি ভারতের হোমিওপ্যাথি ও ইউনানি বিষয়ক আয়ুশ মন্ত্রণালয় থেকে জারি করা একটি পরামর্শ পত্রে এই দাবি করা হয়েছে। তারা জানিয়েছে, চীনে এই চিকিৎসায় শতাধিক লোক করোনা থেকে সুস্থ হয়েছেন।
ওই পরামর্শ পত্রে এমন কিছু আয়ুর্বেদ অনুশীলনের কথাও উল্লেখ করা হয়েছে যা করোনাভাইরাসের সংক্রমণের ফলে শ্বাসনালিতে যে লক্ষণ দেখা দেয় তা নিরাময়ে কাজ করে।
ভারতের এই মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আয়ুশ মন্ত্রণালয় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পরামর্শটি জারি করেছে। তবে তারা করোনার চিকিৎসায় এটি ব্যবহার করার বিষয়ে উপদেশ দেয় না। এই মন্ত্রণালয় বিভিন্ন জনস্বাস্থ্য কর্মকাণ্ডে জড়িত এবং সাধারণ জনগণকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে।
গত মঙ্গলবার আয়ুষ মন্ত্রণালয়ের আওতাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির (সিসিআরএইচ) বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ড হোমিওপ্যাথির মাধ্যমে এনসিওভি সংক্রমণ রোধ করার উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন।
তারা সুপারিশ করেছে যে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ আরসেনিকাম আলবাম ৩০ তিন দিন খালিপেটে গ্রহণ করা যেতে পারে।
পরামর্শে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দেশাবলি পালনের কথাও বলা হয়েছে। যেমন ঘন ঘন অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, চোখ-নাক-মুখ স্পর্শ না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এছাড়া পারলে এন৯৫ মাস্ক ব্যবহার করা।
ঢাকা টাইমস/০৯মে/একে

মন্তব্য করুন