পল্লবীতে গৃহশিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ২১:৪৪
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর পল্লবী এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তুহিন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে শিশুটির পরিবার স্থানীয়দের কাছে ধর্ণা দিচ্ছে বিচারের জন্য।

মিরপুর ১১ নম্বরের বি ব্লকের ২ নম্বর লাইনের একটি বাড়িতে থাকে শিশুটি। তার বাবা একজন রাজমিস্ত্রি ও মা আখের রস বিক্রি করেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘তুহিন আমাদের বাড়িতে দারোয়ানের কাজ করে। এর পাশাপাশি সে আমার মেয়েকে পড়াতো। আমি ঘরে না থাকার সুযোগে গত ২,৩ ও ৪ মে রাত আটটা থেকে ১১টার মধ্যে যেকোনো সময়ে তুহিন আমার মেয়েকে দুই হাতে ১০টি বেত মেরে তার উপর পাবশিক নির্যাতন করে। এবং সে যাতে আমাদের কাছে কিছু না বলতে পারে সেই জন্য তাকে ভয়ভীতিও দেখায়।’

শিশুটির এলাকার বাসিন্দা মুন্না বলেন, ‘শিশুটি আমাদের কাছে যে ভাষ্য দিয়েছে, তাতে কোনো মানুষ এ ধরনের কাজ করতে পারে না। একজন পশুর পক্ষেই এসব কাজ করা সম্ভব। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘এ ঘটনায় আমার কাছে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

(ঢাকাটাইমস/১১মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা