মৌসুম শেষে নতুন ঠিকানা খুঁজতে হবে গোটশেকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১৫:২৩
অ- অ+

মৌসুম শেষে নতুন ক্লাব খুঁজতে হবে জার্মান ফুটবলার মারিও গোটশেকে। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ আর বাড়ছে না।

ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর মিখাইল জোর্ক নিশ্চিত করেছেন ব্যাপারটি, ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি এই গ্রীষ্মেই। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তির মেয়াদ আর বাড়ছে না। মারিও দারুণ ছিল আমাদের জন্য।’

২৭ বছর বয়সী বিশ্বকাপ জয়ী ফুটবল এই মৌসুমে ব্রাত্যই হয়ে পড়েছিলেন ডর্টমুন্ডে। এখন পর্যন্ত মাত্র ২০ টি ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে তার। আর লিগে শুরুর একাদশে ছিলেন মাত্র ৫ ম্যাচে। ২০১৬ সালে বায়ার্ন মিউনিখ থেকে ডর্টমুন্ডে ফিরেও আর ফর্ম উদ্ধার করতে পারেননি গোটশে। ৩ বছরের মাথায়ই তাই ক্লাব ছাড়তে হচ্ছে তাকে।

ইউর্গেন ক্লপের অধীনে ডর্টমুন্ডেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন গোটশে। এরপর ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। বাভারিয়ানদের হয়েও একাদশে অনিয়মিত হলেও এই সময়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন নিয়মিতই। ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলটিও তিনিই করেছিলেন। কিন্তু এরপর আর সেভাবে কখনই নিজেকে মেলে ধরতে পারেননি এই ফরোয়ার্ড।

(ঢাকাটাইমস/২৭ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা