প্রশংসা কুড়াচ্ছে ‘এক্সট্রা আর্টিস্ট’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২০, ১৬:১০

মনোয়ার সাহেবের বয়স ৪৫ বছর। গ্রামে বসবাস। কর্মের টানে ঢাকায় এসে থিয়েটার ও অভিনয়ের ওপর তার ভালোবাসাটা প্রকাশ পায়। তিনি একাধারে বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করেন। এক সময় মনের মধ্যে সিনেমায় অভিনয় করার ইচ্ছা জাগে। স্বপ্ন দেখেন সিনেমার নায়ক হবেন। কিন্তু পরিবারের কথা ভেবে ঢুকতে হয় চাকরিতে। কিন্তু মনের মধ্যে থেকে যায় অভিনয়ের ইচ্ছা। ছোট চাকরি করেও ছেলের ইচ্ছে পূরণ করতে এগিয়ে চলেন তিনি।

চাকরি থেকে অবসরে যাওয়ার পর জীবনে নেমে আসে চরম নিষ্ঠুর এক কষ্ট। যে ছেলের মুখের দিকে চেয়ে স্বপ্ন দেখেছেন। সেই ছেলেই তাকে বৃদ্ধাশ্রমে থাকার কথা বলেন। একসময় মনোয়ার সাহেব আবার সিদ্ধান্ত নেন অভিনয় ফিরবেন। বৃদ্ধাশ্রমে থাকার চেয়ে কর্মজীবন অনেক শ্রেয় তাঁর কাছে মনে হয়েছে। পরিচিত পরিচালকদের কাছে অনুরোধ করে এক্সট্রা আর্টিস্ট হিসেবে সুযোগ মিলে যায় মনোয়ার সাহেবের।

অভিনয় দক্ষতায় সুযোগ পান সিরিয়ালে এক্সট্রা আর্টিস্ট হিসেবে কাজ করার। এক্সট্রা আর্টিস্ট হিসেবে হার্ট অ্যাটাকের অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয় মনোয়ার সাহেব। নেওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। নায়কের স্বাদ পূরণ হওয়ার আগেই এক্সট্রা আর্টিস্ট তকমা নিয়েই মারা যান মনোয়ার সাহেব।

সত্য ঘটনা অবলম্বনে এমনই গল্পে মুক্তি পেয়ে ফিকশন ‘এক্সট্রা আর্টিস্ট’। নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন জনাব তানভীর আহমেদ। চিত্রনাট্য করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল ও জনাব তানভীর আহমেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নন্দিনী প্রডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মারিয়ম গাজী নন্দিনী।

গেল ১ জুন ধ্রুব টিভিতে প্রকাশ হয়েছে ফিকশনটি। প্রকাশের পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে ‘এক্সট্রা আর্টিস্ট’।

ঢাকাটাইমস/৯জুন/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :