পদ হারালেন পাপুলের আসনের জাতীয় পার্টির নোমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২০, ১৬:০২

প্রাথমিক সদস্যসহ দলের চেয়ারম্যানের উপদেষ্টার পদ হারালেন জাতীয় পার্টির নেতা মো. নোমান। লক্ষীপুরের এই নেতাকে রবিবার দুপুরে অব্যাহতি দেয়া হয়েছে বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি দেশ ও দেশের বাইরে তোলপাড় করা মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হন সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুল। লক্ষীপুরের যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ছিলেন মো. নোমান।

তবে মহাজোটের শীর্ষ নেতাদের চাপে একাদশ সংসদ নির্বাচনে মাঠ থেকে সরে দাঁড়ান জাপা নেতা নোমান। পরে সংসদ সদস্য হন পাপুল। গণমাধ্যমে এ নিয়ে ফলাও করে সংবাদ প্রচার হয়। এরপরই নোমানকে দল থেকে অব্যাহতি দেয়ার খবর পাওয়া গেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান (লক্ষীপুর)-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক তাকে অব্যাহতি দেয়া হয়।

দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রবিবার মো. নোমানের অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, ইতিমধ্যে এই পদত্যাগ কার্যকর হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুন/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :