রামেক হাসপাতালে আরেকটি লাশ ফেলে গেছেন স্বজনরা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১৫:৪৫
অ- অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও একজনের লাশ ফেলে গেছেন স্বজনরা। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। রাজশাহীর চারঘাট উপজেলায় তার বাড়ি। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, করোনার সন্দেহভাজন রোগীদের ওই ওয়ার্ডে রাখা হলেও হাবিবুর রহমানের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে তার স্বজনরা থাকলেও মৃত্যুর পর তারা লাশ ফেলে চলে গেছেন। এ লাশের ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। স্বজনরা লাশ না নিলে কোয়ান্টাম ফাউন্ডেশন বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করবে।

এর আগে গত শনিবার রাতে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নওগাঁর পত্নীতলা উপজেলার আজাদ আলী নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। এরপর মৃত ব্যক্তির ভাই এবং ভাবি পালিয়ে যান। তারা নিজেদের মোবাইল নম্বরও বন্ধ করে রাখেন। বেলা আড়াইটা পর্যন্ত লাশটি হাসপাতালেই ছিল। তবে পত্নীতলা থানা পুলিশ মৃতের স্বজনদের লাশ নেওয়ার জন্য নির্দেশনা দিয়ে এসেছে। স্বজনরা না নিলে এই লাশটিও কোয়ান্টাম ফাউন্ডেশন দাফন করবে।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা