নারায়ণগঞ্জে পাঁচ কয়েল কারখানা সিলগালা, পাঁচজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২২:০৪

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে অনুমোদনবিহীন মশার কয়েল উৎপাদনের অপরাধে পাঁচটি কারখানা সিলগালা করা হয়েছে। সেইসঙ্গে ওইসব কারখানার পাঁচজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব কারখানা সিলগালাসহ ওই পাঁচজনকে জরিমানা করা হয়।

র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যে বিএসটিআই ও তিতাস গ্যাস কোম্পানির সহযোগিতায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ধামগড় এলাকায় অবস্থিত সেবা কর্পোরেশন, শারমিন কেমিক্যাল, সাব্বির কেমিক্যাল ওয়াকর্স, বিবি এন্টারপ্রাইজ ও শাহেলা ট্রেডিং নামক পাঁচটি মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব। এসময় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালানোর অপরাধে রফিকুল ইসলাম, আকাশ, সাইদুর রহমা, টোকন সরকার ও সাইদুল ইসলাম নামে পাঁচজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এসব কারখানা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের কয়েল জব্দ করা হয়েছে। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু কর্তৃক প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও তার নির্দেশে কারখানাগুলোকে সিলগালা করা হয়। সেইসঙ্গে তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

র‌্যাব আরও জানায়, ওই কারখানাগুলো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন খ্যাতিসম্পন্ন ব্রান্ডের নামে মশার কয়েল তৈরি ও প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে। এছাড়া তাদের উৎপাদনকৃত কয়েলগুলি নিম্নমানের যা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই ভেজাল কয়েল উৎপাদন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তাররা। এদিকে তিতাস গ্যাস কোম্পানির টেকনিশিয়ানের প্রাক্কলনে দেখা যায়, দীর্ঘদিন ধরে ওইসব কারখানা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রতি মাসে আট থেকে ১০ লাখ টাকার রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তির ক্ষতিসাধন করে আসছে। র‌্যাবের ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস/৭জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :