প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিততে হাড্ডাহাড্ডি লড়াই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৯:৪১

রেকর্ড সময়ের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ইতোমধ্যেই জয় করে নিয়েছে লিভারপুল। তবে এখন ঘনিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াই। লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ জিততে পারতেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। তবে সেক্ষেত্রে তাকে চেষ্টা করতে হবে লিস্টার সিটির জেমি ভার্ডিকে টপকানোর।

কারণ, এই মুহূর্তে গোলদাতা তালিকার শীর্ষে অবস্থান করছেন ভার্ডি। তাকে টপকে তালিকার শীর্ষে আরোহণ করতে হলে সালাহকে বাকি লিগ ম্যাচে অন্তত চারটি গোল করতে হবে।

আর্সেনাল তারকা পিয়েরে আবামেয়াং ও একহাত দিয়ে রেখেছেন সম্মানজনক এই পুরস্কারের উপর। গত আসরে ২২টি করে গোল নিয়ে সালাহ ও সাদিও মানের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করেছিলেন তিনি। এবার অবশ্য ২০ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এই গানার তারকা।

মৌসুমে অসাধারণ এক অভিযান রচনা করছেন সাউদাম্পটনের ডার্ক হর্স ড্যানি ইনজিস। সালাহর সমান ১৯ গোল নিয়ে যৌথভাবে তালিকার তৃতীয় অবস্থানে আছেন তিনি।

১৬টি করে গোল নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো এবং লিভারপুলের সাদিও মানে। এক গোল কম করে নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে রযেছেন উলভেসের জিমেনজা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মার্টিয়াল ও রাসফোর্ড।

এছাড়া চেলসির আব্রাহাম ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং গোল করেছেন ১৪টি করে। আসরে ১৩টি করে গোল করেছেন এভারটনের কালভার্টলুইস ও টটেনহ্যামের হ্যারি কেন। এভারটনের রিচার্লিসন গোল করেছেন ১২টি, আর ১১টি করে গোল করেছেন সিটির ডি ব্রুইনে, গ্যাব্রিয়েল জেসুস, নরউইচ সিটির পুক্কি ও বার্নলির উড। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজএ পর্যন্ত গোল করেছেন ১০টি।

(ঢাকাটাইমস/১০ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :