জয়পুরহাটে যুবদল সভাপতি-সম্পাদকের কুশপুতুলে আগুন

সদ্য ঘোষিত জয়পুরহাটের কালাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট ও সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রের কুশপত্তলিকা দাহ করেছেন উপজেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার দুপুরে কালাই বাসস্ট্যান্ড এলাকার কালাই উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি তাজ উদ্দীন আহম্মেদ তাজ, সহ-সভাপতি সৈয়দ সহিদুল ইসলাম লিপ্টন, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনী সম্পাদক আঃ আলিমসহ জেলা-উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
বক্তরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কালাই উপজেলা কমিটিতে অযোগ্য ব্যক্তি নিয়ে ও অনৈতিক লেনদেনের বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করে পুনরায় দক্ষ, ত্যাগী, যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি করার জোর দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

মন্তব্য করুন