সেপ্টেম্বরে বিকেএসপিতে অনুশীলন করবেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২০:১১
অ- অ+

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে তা গোপন রাখার কারণে গত অক্টোবরে ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে এক বছরের সাজা হলো স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবরে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব।

নিষেধাজ্ঞার পরপরই যাতে করে ক্রিকেট মাঠে ফিরতে পারেন এজন্য আগেভাগেই অনুশীলন করবেন সাকিব। আর সেটি হতে যাচ্ছে আগামী মাসে তথা সেপ্টেম্বরে। সাকিব অনুশীলন করবেন সাভারের বিকেএসপিতে। শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন।

নাজমুল আবেদীন বলেছেন, ‘সেপ্টেম্বরের শুরুর দিকে সাকিব দেশে ফিরবে। বিকেএসপিতে অনুশীলন করবে। আমার সঙ্গে সাকিবের কথা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে। ক্রিকেটের বাইরেও অন্য কোচরা আছেন, যাঁরা তার ফিটনেসের ব্যাপারে সাহায্য করতে পারবেন।’

সাকিব আল হাসান এখন স্ত্রী ও দুই কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিষিদ্ধ হওয়ার আগে গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর ভারত সফরের আগ মুহূর্তেই নিষিদ্ধ হন তিনি।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা