সিনহা হত্যার বিচার নিয়ে সোহেলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ২২:২৫

পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তা নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো মনে করেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এসময় তিনি কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় কোনো গড়িমসি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।

সোহেল বলেন, ‘কক্সবাজারের টেকনাফে যে ঘটনা ঘটেছে তার যেন বিচার হয়। এ বিচার নিয়ে কোনোরকম টালবাহানা, গড়িমসি সহ্য করা হবে না। পুলিশ বাহিনীর কর্মকর্তারা এখন নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো ভাবছেন।’

সোহেল বলেন, ‘যে পুলিশ বাহিনী এ সরকারকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছিল সেই পুলিশ বাহিনীর কর্মকর্তারা এখন নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো ভাবছেন। মানুষের জীবন বাঁচানো যাদের কাজ, তারা এখন মানুষের জীবন কেড়ে নেয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতা বলেছেন সরকারের শিকড় নাকি মাটির অনেক গভীরে। উনি ভুল বলেছেন। যে সরকার আগের রাতে সিঁধকাটা চোরের মতো জনগণের ভোট গভীর রাতে চুরি করে ক্ষমতায় আসে, সেই সরকারের শিকড় কখনো মাটির গভীরে থাকে না। সেই সরকারের শিকড় থাকে রাতের গভীরে।’

সোহেল বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) বলেছেন কে বা কারা নাকি সরকার হটানোর ষড়যন্ত্র করছে। উনি কাদের মিন করেছেন, আমরা জানি না। তবে আমরা খালি চোখে যা দেখছি, দেশে কী এমন কোনো সরকার আছে? একজন মানুষ ওই চেয়ারে জোর করে বসে আছেন। আর কিছু চেয়ার রেখেছেন কিছু মন্ত্রী রেখেছেন, এসব আই ওয়াশ। উনি নিজেই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজেই সবকিছু। কিছু মন্ত্রী আছেন যাদের বিনোদন দেয়া ছাড়া আর কোনো কাজ নেই। সুতরাং যে সরকারই এখন নেই, তাকে আর হটানোর আলাদা করে প্রচেষ্টার প্রয়োজন আছে?’

প্রয়াত ‘শফিউল বারী বাবু স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণ সভায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ্জামান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান, ওমর ফারুক কাউসার প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির ভারত বিরোধীতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :