বলিউড পরিচালক নিশিকান্তের জীবনাবসান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১০:৫১| আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১০:৫৭
অ- অ+

সোমবার সকাল থেকে বলিউডজুড়ে খবর ছড়িয়ে পড়ে, পরিচালক নিশিকান্ত কামত মারা গেছেন। বিভিন্ন মিডিয়ার খবরও এই খবর প্রকাশ করা হয়। কিন্তু পরে অভিনেতা রীতেশ দেশমুখ ও জন আব্রাহাম ট্যুইট করে জানান, এই খবর মিথ্যা। তারা জানান, নিশিকান্ত ভেন্টিলেটরে রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

কিন্তু শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামত। ৫০ বছর বয়সে হায়দ্রাবাদের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সোমবার রাতে অভিনেতা রীতেশ দেশমুখ ট্যুইট করে নিশিকান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘আমি তোমাকে মিস করব বন্ধু, শান্তিতে থেকো।’ সঙ্গে দিয়েছেন হাত জোর করা ইমোজি।

পরিচালক নিশিকান্তের ‘দৃশ্যম’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অজয় দেবগণ। তিনিও পরিচালকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। ট্যুইটে অজয় লিখেছেন, ‘শুধু একটা ফিল্ম নয়, টাবু এবং আমার সঙ্গে ‘দৃশ্যম’-এর পুরো ইউনিটটাই একটা দারুণ অভিজ্ঞতা। খুবই প্রতিভাবান, সদা হাস্যময়। খুব তাড়াতাড়ি চলে গেল। শান্তিতে থেকো নিশিকান্ত।’

ক্রনিক লিভার সিরোসিসের জন্য বেশ কিছুদিন ধরেই হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিশিকান্ত। সোমবার সেখানেই তার মৃত্যু হলো।

মারাঠি ছবি ‘দোমবিভালি ফাস্ট’ দিয়ে ২০০৫ সালে পরিচালনার হাতেখড়ি হয় নিশিকান্ত কামতের। এটা ছিল ওই বছরের হিট ছবি। ২০০৬ সালে মারাঠিতে সেরা ফিচার ফিল্ম বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় ‘দোমবিভালি ফাস্ট’। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন।

ঢাকাটাইমস/১৮আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা