পরিচালক হয়ে ফিরছেন কাজী মারুফ

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১২:২০
অ- অ+

বিয়ে করে আমেরিকা প্রবাসী হয়েছেন চিত্রনায়ক ও পরিচালক কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় তার দেখা নেই। পরিবার নিয়ে বসবাস করছেন নিউ ইয়র্কে। অবশেষে বিরতি ভেঙে দেশে ফিরতে চলেছেন কাজী মারুফ। ফিরছেন চলচ্চিত্রেও। তবে নায়ক হয়ে নয়, এবার তাকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়।

এই খবরটি নিশ্চিত করেছেন বহু সুপারহিট ছবির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনায় আসা প্রসঙ্গে মারুফ বলেন, ‘দীর্ঘদিন ধরে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলাম। কিন্তু প্রযোজক পাচ্ছিলাম। অবশেষে প্রযোজক পেয়ে গেছি। তাই আর দেরি করতে চাই না। সেপ্টেম্বর থেকেই ছবিটির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

মারুফ আরও জানান, ‘পুরো ছবির শুটিং হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে সেখানকার। আশা করি, নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও তেমন দর্শক আমাকে গ্রহণ করবেন। ছবিটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করব। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে।’

খাতিমান পরিচালক বাবা কাজী হায়াতের ‘ইতিহাস’ ছবিটির মাধ্যমে ২০০২ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক করেন কাজী মারুফের। প্রথম ছবিতেই নজরকাড়া অভিনয় করে সেরা অভিনেতা বিভাগে বাগিয়ে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কেরিয়ারে এ পর্যন্ত ১৫টির মতো ছবিতে অভিনয় করেছেন মারুফ।

ঢাকাটাইমস/২৩আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা