উলিপুরে ট্রান্সপ্লান্টারে আমন চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ১৯:০০

কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন চারা বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গ্রামে এ কার‌্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এরপর বন্যা পরবর্তিতে উৎপাদিত আমন চারা বীজ রোপণ উপলক্ষে এক আলোচনা সভায় হয়।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াকুব আলী, পাঁচপীর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরকার, পাঁচপীর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, কৃষক মতিয়ার রহমান, সেতু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্যরা।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :