এখনই ‘হল অফ ফেম’ এ জায়গা হচ্ছে না ধোনির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ০৯:৩৫
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেটা যেন এখনও মন থেকে মানতে পারছেন না তার ভক্তরা। এর মধ্যেই আবার ধোনির অবসরের এক সপ্তাহ পরেই জ্যাক কালিস, জাহির আব্বাস এবং লিসা স্থালেকারকে ‘‌হল অব ফেম’–এ যুক্ত করে আইসিসি।

আর এরপরই অনেক ধোনি ভক্তের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, কেন ধোনিকে আইসিসি হল অফ ফেম এ যুক্ত করল না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা?‌ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। সত্যিই তো কেন ধোনিকে দেওয়া হল না এই সম্মান?‌

আসলে কোনও ক্রিকেটার অবসর নেওয়ার পাঁচ বছর পর তাকে ‘‌হল অফ ফেম’‌–এ অন্তর্ভুক্ত করবে আইসিসি। বহুদিন ধরেই এই নিয়ম চলে আসছে। ঠিক যেমন হয়েছিল, শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে কিংবা রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে। ২০১২ সালে অবসর নিয়েছিলেন দ্রাবিড়। তিনি ‘‌হল অফ ফেম’‌ এ জায়গা পান ২০১৮ সালে। ২০১৩ সালে অবসর নিয়েছিলেন শচীন। তাকে অন্তর্ভুক্ত করা হয় ২০১৯ সালে। ধোনিকে তাই অপেক্ষা করতে হবে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
রাঙ্গুনিয়ায় যুবলীগ ক্যাডার ইয়াবা কামাল আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা