বাংলাদেশ জনমত পার্টি-বিজেপির আহবায়ক কমিটি

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ২০:৩৬

সুলতান উদ্দিন প্রধানকে আহবায়ক করে সম্প্রতি ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ জনমত পার্টি-বিজেপি।

এসময় সুলতান উদ্দিন প্রধান বলেন, এ দলটি সাধারণ ৭টি মৌলিক অধিকার নিয়ে পরিচালিত হবে। এগুলো হলো- গণতন্ত্র ও নিরাপদ রাষ্ট্র, মৌলিক অধিকার নিশ্চয়তা, বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান রাষ্ট্র, দুর্নীতি ও মাদকমুক্ত রাষ্ট্র, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্রের।

তিনি বলেন, আমরা প্রচলিত দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে এই জাতিকে মুক্তি দিতে চাই। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রতিটি নির্বাচনই বিতর্কিত ও অগ্রহণযোগ্য ছিল। আমরা গণতান্ত্রিক নিয়মে বৈষম্যময় রাজনীতি দূর করতে চাই। তৃণমূলের জনতা ও তাদের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে অভিজাত ও সুশীল সমাজের মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে আছে। যা দূর করা দরকার।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে একটি জনকল্যাণ ও গণতান্ত্রিক উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

পার্টির উদ্দেশ্য হিসেবে তিনি বলেন, সর্বক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সমগ্র দেশের জনগণকে ঐক্যবদ্ধ, উজ্জীবিত ও সক্রিয় করা। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ধনী, গরিব, সুবিধাবঞ্চিত জনগণের সমন্বয় সাধন, নীতিবান, আদর্শবান, সৎ, নির্লোভ জনতার সহযোগিতায় জনকল্যাণকর কাজে দৃঢ় থাকবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারুণ্যের উদ্দীপ্ত ভাবনায় আগামীর গণতান্ত্রিক উন্নত রাষ্ট্র গঠনের প্রতিজ্ঞায় এ পার্টির আত্মপ্রকাশ ঘটে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :