উত্তরায় ‘ভুয়া’ ম্যাজিস্ট্রেট আটক

রাজধানীর উত্তরার পূর্ব থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উত্তরা ডিসি অফিসে গিয়ে তিনি নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়েছিলেন। পরে সন্দেহ হলে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কমকর্তা রুহুল আমিন সিদ্দিক।
তিনি বলেন, আজ সোমবার উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) অফিসে গিয়ে এক ব্যক্তি নিজেকে বিসিএস ক্যাডার এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। বিষয়টি সন্দেহের হওয়া তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া পরিচয় দেওয়ার বিষয়টি বেড়িয়ে আসে। তাকে আটক করে থানায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আটকের বিস্তারিত কারণ এখনই বলা যাচ্ছে না। আমি বাইরে আছি। থানায় গিয়ে বিস্তারিত জানাতে পারব।
এই বিষয়ে জানতে উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবাল এর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/এআর/ইএস

মন্তব্য করুন