এক চার্জে ১৮ দিন চলবে ভিভোর নতুন ওয়াচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৩

বাড়ছে স্মার্টওয়াচ এর চাহিদা। একারণেই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন প্রযুক্তির সাথে স্মার্টওয়াচ লঞ্চ করছে। এই তালিকায় এবার নাম লেখাতে চলেছে স্মার্টফোন কোম্পানি ভিভো। রিপোর্ট অনুযায়ী কোম্পানিটি শিগগিরই বাজারে একটি স্মার্টওয়াচ লঞ্চ করবে। যদিও কোম্পানির তরফে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে এর স্পেসিফিকেশন না ফাঁস করার।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রোব্লগিং সাইট উইবো তে ভিভো র স্মার্টওয়াচ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছে। জানা গেছে ভিভো ওয়াচ ৪২ মিমি ও ৪৬ মিমি এই দুই সাইজে আসবে। আবার এর চারটি রং থাকবে – শ্যাডো, ফেংসং, মোচা এবং মিক্সিয়া। এর মধ্যে একটিতে থাকবে লেদার স্ট্রিপ।

জানা গেছে ভিভো ওয়াচে ১৮ দিন ব্যাটারি ব্যাকআপ এর সাথে আসবে। আবার ৪৬ মিমি ভ্যারিয়েন্টে থাকবে পেমেন্টের জন্য এনএফসি চিপ, ব্লাড অক্সিজেন সেন্সর ও হার্ট রেট মনিটর। এছাড়াও এই ওয়াচে কানেক্টিভিটির জন্য থাকবে ব্লুটুথ ৫.০।

কিছুদিন আগেই এই ভিভো ওয়াচকে ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গিয়েছিল। এছাড়াও গত জুন মাসে একে থ্রিসি সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যেখান থেকে জানা যায় এতে গোলাকার ডায়াল থাকবে। আবার এতে অডিও প্লেব্যাক সাপোর্ট করবে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :