সমন পাঠানো হবে সারা-শ্রদ্ধাকে

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১
অ- অ+

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা দিন দিন আরও জটিল হচ্ছে। অভিনেতার মৃত্যুর প্রায় তিন মাস পর গ্রেপ্তার করা হয় তার চর্চিত রিয়া চক্রবর্তীকে। এরপরই উঠে আসতে শুরু করেছে বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর নাম। যে তালিকায় প্রথমেই রয়েছেন সারা আলি খান। এছাড়া শ্রদ্ধা কাপুরকে নিয়েও জলঘোলা শুরু হয়েছে।

বলিউড সূত্রে খবর, সুশান্তের বাগান বাড়ির ম্যানেজার এবং সেখানকার নৌকা চালক সারার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের নাম নেয়ার পর তিনিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজরে রয়েছেন। ভারতীয় বিভিন্ন মিডিয়ার খবর বলছে, চলতি সপ্তাহেই সারা আলি খান ও শ্রদ্ধা কাপরকে সমন পাঠানো হতে পারে।

এছাড়া অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টাকেও নাকি সমন পাঠানো হতে পারে। যদিও মাদকযোগে নিজেদের নাম জড়ানো নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সারা বা শ্রদ্ধা। তবে রাকুলপ্রীত সিং ইতোমধ্যে আদালতের শরনাপন্ন হয়েছেন। এই নায়িকার দাবি, মিথ্যা অভিযোগে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে।

প্রসঙ্গত, অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর শ্যুটিং ও প্রমোশনে সময় সারা আলি খান অনেকবার সুশান্তের লোনাভলার বাগান বাড়িতে গিয়েছেন বলে জানান প্রয়াত অভিনেতার ম্যানেজার। এছাড়া, ‘ছিঁছোড়ে-এর প্রমোশনের সময় শ্রদ্ধা কাপুরও লোনাভলার বাগান বাড়িতে গিয়েছেন বলে দাবি করেন সুশান্তের নিয়োগ করা নৌকা চালক।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা