করোনামুক্ত হয়ে অফিস করলেন মেয়র আরিফ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:২২| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তা থেকে সুস্থ হয়ে নগর ভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার সকালে মেয়র কার্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনি সেম্পল দেন এবং ওইদিন রাতেই ল্যাব থেকে নিশ্চিত হন তিনি করোনা নেগেটিভ।

করোনায় আক্রান্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ যারা এখনো চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

গত ১০ সেপ্টেম্বর ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসা আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা