করোনামুক্ত হয়ে অফিস করলেন মেয়র আরিফ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তা থেকে সুস্থ হয়ে নগর ভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার সকালে মেয়র কার্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনি সেম্পল দেন এবং ওইদিন রাতেই ল্যাব থেকে নিশ্চিত হন তিনি করোনা নেগেটিভ।
করোনায় আক্রান্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ যারা এখনো চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
গত ১০ সেপ্টেম্বর ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসা আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হন।(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)

মন্তব্য করুন