প্রধানমন্ত্রীর ‘বিশেষ বার্তা’ নিয়ে কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্র‌তিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১৩:৫৭| আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৪:০৯
অ- অ+
ফাইল ছবি

‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'বিশেষ বার্তা' নিয়ে তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেন কুয়েতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রবিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়াই‌জের এক‌টি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ও স‌চিব ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাবেক আমিরের মৃত্যুতে শোকবার্তা পৌঁছে দেবেন এবং কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহকে অভিবাদন জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী ও স‌চি‌বের এই সফরে কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলেও জানায় সূত্র।

সূত্র আরও জানায়, পররাষ্ট্রমন্ত্রী ও স‌চিব বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারের জন্য বিশেষ বার্তাও নিয়ে যাচ্ছেন।

এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার এক‌দি‌নের শোক পালন করেছে বাংলাদেশ। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরা‌ষ্ট্রের এক‌টি হাসপাতালে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ। তার মৃত্যুর পর নতুন আমির হিসেবে দায়িত্ব পান দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ।

সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা