নেহা কাক্করের বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১৪:৩৫
অ- অ+

সুপারহিট গায়িকা নেকা কাক্কর বিয়ে করতে চলেছেন। বলিউডের বাতাসে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চলতি মাসেই নাকি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন নেহা। করোনা আবহের মধ্যে একেবারে সাধাসিধেভাবে দিল্লিতে বসবে নেহা-রোহনের বিয়ের অনুষ্ঠান। তবে নেহা বা রোহনপ্রীত এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

বলিউড সূত্রে খবর, নিজেদের গান ‘ডায়মন্ড কা ছল্লা’র প্রমোশন শুরু করেছেন নেহা এবং রোহনপ্রীত। সেই কারণেই তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ খবর কি সত্যি নাকি শুধুই গুঞ্জন, তা বোঝা যাবে নেহা বা রোহনপ্রীত মুখ খুললেই। সেই অপেক্ষায় রয়েছেন নেহার ভক্তরা।

এদিকে, গায়িকার বিয়ের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক প্রেমিক মডেল হিমাংশ কোহলি। বলেছেন, নেহা যদি সত্যিই বিয়ে করে তাহলে তিনি খুশি। নেহা তো তার জীবনে কাউকে পেল।

এর আগে ‘গোয়াওয়ালে বিচ মে’র প্রমোশনের সময় গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে নেহার বিয়ের গুঞ্জন ছড়ায়। এছাড়া গানের একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চেও আদিত্য-নেহার বিয়ের গুঞ্জন ছড়ায়। শেষ পর্যন্ত নেহা এবং আদিত্য দুজনেই জানান, তারা ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা