শহরের বাসিন্দা মাত্র দুই জন, তবুও মানছেন করোনা সতর্কতা!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ০৮:৫২| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:৫১
অ- অ+

করোনা আতঙ্কে গোটা বিশ্ব। বিশ্বের সব মানুষকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের বেশিরভাগ মানুষই সেই স্বাস্থ্যবিধি মানছে না। কিন্তু একটি শহরে মাত্র দুই জন বাসিন্দা বাস করেন। অবিশ্বাস্য হলেও সত্য তারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

ইতালির হ্যামলেটের ছোট্ট শহর নরটস্কিতে বাস করেন জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪)। কিন্তু তা সত্বেও তারা কঠোরভাবে মেনে চলেছেন কোভিড -১৯ এর সমস্ত বিধি। খবর সিএনএনের।

ওই শহরে তাদের কোনো প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা ঝুঁকি নিতে চান না। এই শফরটি পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্ব্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারোলি এবং নোবিলিও।

ক্যারোলি জানিয়েছেন, 'এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গোরু, মৌমাছি এবং বাগানের যত্ন নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি।'

ঢাকা টাইমস/২০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা