রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৭:৩৬
অ- অ+

আজ রাতে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ২০২০-২১ মৌসুমের খেলা। গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের ম্যাচে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, পিএসজির মতো দলগুলো।

পিএসজি বনাম ম্যানইউ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত ১টায়। ম্যাচটি হবে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে। গতবছর ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি নেইমার, এমবাপেদের। ২৩ আগস্টের লিসবন ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা ১-০ গোলে। সেই পিএসজি এবার গ্রুপ পর্ব খেলবে গত বছর ইংলিশ লিগে তৃতীয় হওয়া ম্যানইউ, বুন্দেসলিগার তৃতীয় হওয়া লাইপজিগ (গতবার সেমিফাইনালে ওঠা) এবং তুরস্কের লিগ চ্যাম্পিয়ন বাসাকসেহির সঙ্গে।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনা আতিথেয়তা দেবে হ্যাঙ্গেরির লিগ চ্যাম্পিয়ন ফেরেঙ্কভারোসকে। এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। গেল মৌসুমের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর অনেক কিছুই ঘটে গেছে বার্সেলোনায়। সর্বশেষ লা লিগায় শনিবার গেতাফের কাছে হেরেছে তারা ১-০ গোলে। প্রতিপক্ষ হাঙ্গেরির সবচেয়ে সফল ক্লাব। সর্বোচ্চ ৩১বার লিগ শিরোপা জিতেছে তারা। বাছাইপর্বে সেল্টিক, ডায়নামো জাগরেভের মতো ক্লাবকে পেছনে ফেলে উঠে এসেছে মূল পর্বে।

বাংলাদেশ সময় রাত ১০:৫৫ মিনিটে কিয়েভে ইউক্রেনের ক্লাব ডায়নামোর সঙ্গে জুভেন্তাসের খেলার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের খেলা শুরু হবে।

গতবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া লা লিগায় চতুর্থ হয়ে এবার চ্যাম্পিয়নস লিগে। আজ স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি তারা। এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব দুটি। আজ বুন্দেসলিগার গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে লাৎসিও। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুদল, ২০১৮ সালে এক প্রীতি ম্যাচে ডর্টমুন্ড জিতেছিল ১-০ গোলে।

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা