বগুড়ার শেরপুরে সাত ডাকাত আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৯:০৮
অ- অ+

বগুড়ার শেরপুরে গোপন সংবাদে রাণীরহাট আড়ংশাইলের তিন মাথা মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ডাকাত সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে।

জানা যায়, বগুড়ার সদর উপজেলার বাদুড়তলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে পিকআপচালক মুকুল ব্যাপারী, সদর উপজেলার নামুজা ভান্ডারীপাড়া গ্রামের বিপ্লব হোসেন, জিগাতলা গ্রামের আরিফ ওরফে কালু, কাহালু উপজেলার আড়োলা গ্রামের রায়হান হোসের ওরফে পপি, মোকতার পাইকার, হাবিবুর রহমান, আইয়ুব ফকীর আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

আটকরা ডাকাতি করে আসছিল। এরই এক পর্যায়ে গত বুধবার রাতে শেরপুর উপজেলার রাণীরহাট আড়ংশাইলের তিন মাথা মোড় এলাকায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ আটক করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে ডাকাতের প্রস্তুতিকালে তাদের আটক করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হাসিনামুক্ত বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়াকে বরণ করেছি, এরচেয়ে বড় প্রাপ্তি নেই: মাহাবুবুল হক নান্নু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা