ক্যাম্প থেকে সর্বোচ্চটুকু শেখার চেষ্টা করছি: আকবর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২০, ২১:০৬
অ- অ+

চলমান এইচপি ক্যাম্প দিয়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। তিনি মনে করেন, বিশ্বকাপের খ্যাতি দিয়েই টিকে থাকা যাবে না।

বিসিবি প্রেসিডেন্ট কাপে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আকবর। ব্যর্থ হওয়ায় ওই টুর্নামেন্ট দিয়েই বাস্তবতাকে বুঝতে পেরেছেন তিনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন তামিমের একাদশের হয়ে খেলেছেন আকবর। ব্যাট হাতে কোন ম্যাচেই ডাবল-ফিগারে পৌঁছাতে পারেননি তিনি। বিশ্বকাপজয়ী হওয়া সত্ত্বেও তার ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছে।

তবে নিজের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পেয়েছেন আকবর। বর্তমানে টবি র‌্যাডফোর্ডের অধীনে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে কাজ করছেন তিনি।

আকবর আলী বলেছেন, ‘আসলে ক্যাম্পটি উন্নতির জন্য, এখানকার মূল বিষয় বা বেসিকগলো আগের মতোই। আমি যেখানে ছিলাম সেখান থেকে আরও উন্নতি করাই আমার মূল লক্ষ্য।’

তিনি বলেছেন, ‘আমি যা অনুভব করি তা হচ্ছে আমি যেখানেই থাকি উপভোগ করার চেষ্টা করি। আমি সেখান থেকে বেশিরভাগই শেখার চেষ্টা করি, এখন আমি এইচপিতে আছি, এখান থেকে সেরাটা শেখার চেষ্টা করছি, এখানে যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতেছি প্রায় ৮-৯ মাস হতে চলেছে। তাই আমি যখন এটি চিন্তা করি তখন এটি অনেক বেশি ভালো অনুভব করি। তবে আমি মনে করি না, আমরা যা করেছিলাম সে সম্পর্কে কেউ চিন্তা করে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে।’

আকবরের ইতোমধ্যে বুঝতে পেরেছেন, অন্যের সাথে প্রতিযোগিতা করার জন্য তাকে আরও বেশি দক্ষতা বাড়াতে হবে। সিনিয়র পর্যায়ের ক্রিকেট জীবন এতটা সহজ নয়, যতটা জুনিয়র স্তরে ছিল।

আকবর বলেন, ‘আমি মনে করি পার্থক্যটা অনেক বেশি এবং এখানে প্রতিযোগিতা একটু বেশিই। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা খেলছি বলে এখানে বয়সসীমা কম ছিল। তাই আমি মনে করি, আমাদের এখানে আরও প্রতিযোগিতামূলক হওয়া দরকার।’

তবে আকবর বিশ্বাস করেন, বিসিবি প্রেসিডেন্ট কাপটি তার জন্য শেখার অনেক কিছু ছিল।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এটি একটি কঠিন অভিজ্ঞতা ছিল, তবে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহেরও বেশি সময় একসাথে ছিলাম, প্রচুর ইতিবাচক বিষয় শিখেছি।’

আকবর আরও বলেন, ‘আমি তামিম ভাইয়ের দলে ছিলাম এবং আমি তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাইয়ের সাথে কথা বলেছি। আমি তাদের কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করেছি। তারা অনেক ভাল ধারণা দিয়েছেন। আশা করি, আমি তাদের কথাগুলো বা তাদের অভিজ্ঞতা পরবর্তীতে কাজে লাগাতে পারব।’

(ঢাকাটাইমস/১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে!
কুমিল্লায় বাড়ি বানাতে গিয়ে ইতিহাসের সন্ধান, মিলল প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা