ঘুরতে গিয়ে কীর্তনখোলায় ছাত্র নিখোঁজ

বন্ধুদের সঙ্গে ট্রলার নিয়ে বরিশালের কীর্তনখোলা নদীতে ঘুরতে গিয়ে দীপক ঘোষ দীপ (১৬) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার রাত ৮টার দিকে বরিশালের ত্রিশ গোডাউনসংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ওই ছাত্র।
নিখোঁজ দীপক নগরীর আমানতগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ এলাকার মিন্টু ঘোষের ছেলে এবং উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন। তিনি জানান, ট্রলার নিয়ে বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে হইহুল্লোড় করার সময় নদী তীর থেকে ২০০ ফিট দূরে পড়ে যায় দীপক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। প্রচুর স্রোত থাকায় এক পর্যায়ে অভিযান বন্ধ রাখা হয়।
পরে মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয় বলে জানিয়েছেন সার্ভিসের ওই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৩নভেম্বর/কেআর)

মন্তব্য করুন