বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০, ২২:০০

দুবাইয়ে আইসিসি মেন’স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ-২০২১ এর কাউন্টডাউন শুরু করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার আইসিসি-র চিফ এক্সিকিউটিভ মনু সহনি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং বিসিসিআই সচিব জয় শাহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট সফল করতে একযোগে কাজ করবে আইসিসি এবং বিসিসিআই।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, ‘পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা বড় সম্মানের। ১৯৮৭ থেকেই ভারত সাফল্যের সঙ্গে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে আসছে। আমার মনে হয় ভারতে এই টুর্নামেন্ট খেলার জন্য ক্রিকেটাররাও মুখিয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটার হিসেবে নিজে আইসিসি টুর্নামেন্টে খেলেছি, জানি বিশ্বজুড়ে মানুষের কতটা উন্মাদনা থাকে। প্রত্যেকটা খেলায় লক্ষ লক্ষ মানুষের আগ্রহ থাকে। এবার আমি প্রশাসক হিসেবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার ব্যাপারে আশাবাদী।’

বিসিসিআই সচিব জয় শাহ প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সুরেই কথা বলেন। তিনিও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে তৈরি বিসিসিআই।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :