হারিয়েই গেলেন চিত্রনায়িকা সাহারা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১০:২০| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১১:৩১
অ- অ+

দীর্ঘ ছয় বছর ধরে অভিনয় থেকে দূরে জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। জন্মনাম নুরজাহান আক্তার রুনা। ‘প্রিয়া আমার প্রিয়া’ খ্যাত এই তারকার যে আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই, সে কথা বহু আগেই জানিয়ে দিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির। সম্প্রতি ঢাকা টাইমসের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আলাপকালে সাহারার মুখেও শোনা গেল একই সুর।

নায়িকা বলেন, ‘বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই।’

২০০৪ সালে শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাড়াও’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েছিল সাহারার। তবে প্রথম ছবিতে তেমন নজর কাড়তে পারেননি নায়িকা। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে শাকিবের সঙ্গেই সর্বাধিক ছবি করেছেন সাহারা।

কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে এসে ২০১৫ সালে মাহবুবুর রহমান মনিরকে বিয়ে করেন নায়িকা। এরপর হঠাৎ করেই হারিয়ে যান। সাহারাকে শেষ দেখা গিয়েছিল ২০১৭ সালের মার্চে মুক্তি পাওয়া ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিতে। সেখানে তার নায়ক ছিলেন জায়েদ খান। রাজু চৌধুরী পরিচালিত এই ছবির জন্যই শেষবার ক্যামেরার সামনে দাঁড়ান সাহারা।

সিনেমায় অভিনয় না করলেও ২০১৮ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর মঞ্চে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেও সাহারার সঙ্গী ছিলেন তার শেষ সিনেমার নায়ক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ জন্য এফডিসিতে তারা একসঙ্গে নাচের অনুশীলনও করেন। জানা যায়, স্বামীর অনুমতি সাপেক্ষেই ওই নাচে অংশ নিয়েছিলেন নায়িকা।

কিন্তু বর্তমানে কিসের ব্যবসা সামলাচ্ছেন সাহারা? ‘সাবেক’ এই অভিনেত্রী জানান, রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার একটি কাপড়ের দোকান রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই অভিনয়কে চিরবিদায় জানিয়েছেন বহু ভক্তের প্রিয় নায়িকা সাহারা।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা