বেসিসের নতুন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১০:০৮| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১১:২৮
অ- অ+

দ্রুততম সময়ে স্বয়ংক্রিয় উপায়ে ও সহজভাবে সেবা প্রদানের জন্য সদস্য-বান্ধব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উন্মোচন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সদস্য সেবার মানোন্নয়নে নানাবিধ র্কাযক্রম গ্রহণ ও বাস্তবায়নের অংশ হিসেবে সদস্য প্রতিষ্ঠানসমূহকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর ২০২০ আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে ওয়েবসাইট ও অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বেসিসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে আরও অংশগ্রহণ করেন বেসিসের প্রাক্তন সভাপতি এস এম কামাল, হাবিবুল্লাহ এন করিম, রফিকুল ইসলাম রাউলি, মাহবুব জামান, সারওয়ার আল, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান ও ভাইস প্রেসিডেন্ট-অ্যাডমিন শোয়েব আহমেদ মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে বেসিসের প্রতিষ্ঠাতা ও প্রথম সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,‘করোনার কারণে আমরা বুঝে গিয়েছি দুনিয়া ডিজিটাল হয়েছে। ভাইরাসের কারণে বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে ডিজিটাল অগ্রগতি প্রয়োজন ছিল। যে সকল দেশ স্বাস্থ্য খাতে ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহার করেছে তারাই মহামারি সহজে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, যেমন- চীন, জাপান, মালয়েশিয়া সহ অন্যান্য দেশ যারা সকলেই ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি ব্যবহার করেছে। এছাড়াও সরকারের ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তি বিষয়ক নীতিমালা তৈরির বিষয়টি তুলে ধরেন।

বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবীর তার বক্তব্যে বলেন, ‘বেসিসের নতুন ওয়েবসাইটের মাধ্যমে সকল সদস্যের জন্য আলাদা আলাদা আইডি থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীর সকল তথ্যও আলাদাভাবে সংরক্ষিত থাকবে। যা আগের থেকে অনেক সহজতর হয়েছে। যেমন: সদস্যদের তথ্যাদি, লেনদেন ইত্যাদি।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা