রাজশাহীতে শিবিরের ৭ নেতাকর্মী আটক

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিাবগত রাতে নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান চালায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন শিবির কর্মী। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কেআর)

মন্তব্য করুন