পিকে হালদারের সহযোগী অবন্তিকা গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামললায় পি কে হালদারের সহযোগী ও ঘনিষ্ঠ বান্ধবি অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক সূত্রে জানা যায়, কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ ডিসেম্বর তাকে দুদকে তলব করলে তিনি দুদকে আসেননি। অন্যদিকে ৪ জানুয়ারি পি কে হালদারের আরেক ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীকে গ্রেপ্তার করে দুদক।
আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের কারণে বিদেশে পালাতক পি কে হালদার। তবে চলতি বছরের ৮ জানুয়ারি তার বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক।
এরই মধ্যে পি কে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
অন্য একটি মামলার রায়ে গত ২০২০ সালের ৩০ ডিসেম্বর ঢাকার জজ আদালত পি কে হালদারের সব স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এসআর/কেআর)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ
ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি ও পিপলসের চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতারণার নতুন ফাঁদ ‘হাজির কামলা’

দিনে ছিনতাই রাতে ডাকাতি, বসিলায় অস্ত্রসহ আটক ৩

পিকের ২০০ কোটি টাকা অনিন্দিতাসহ তিনজনের ব্যাংক হিসাবে

চাকরির লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়েছেন তারা

স্বর্ণ ছিনতাই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গ্রেপ্তার

ক্রেতা সেজে অপহরণের পর অশালীন ভিডিও করে শাসানি

ইউরোপের জাল ভিসা দিত তারা

লাখে ৫ হাজারে বিকাশ প্রতারক চক্রে ‘ব্যাংক কর্মকর্তা’
