টানা পতনের পর উত্থানে ডিএসই

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১
চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস সূচকের পতনের পরে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায় লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ৯২ কোটি টাকা বেশি।
বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৮০টি ও অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
সর্বশেষ গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭০২ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ার ও ইউনিটের দর।
বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৬৮৯ টাকা, যা আগের দিনের তুলনায় বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির। দর কমেছে ১১৮টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেযার ও ইউনিটের দর।
জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৮১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩৬ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই সাত পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৯০ পয়েন্টে। সিএসইএক্স সূচক দুই পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৭৬৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭১১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৮ পয়েন্টে। সিএসআই কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ১২ পয়েন্টে।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :