ধুনটে শিশুর গলাকাটা লাশ

বগুড়া প্রতি‌নিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৭
অ- অ+

বগুড়ার ধুনটে তৌহিদ সরকার না‌মের পাঁচ বছর বয়সী এক শিশু‌র গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। নিহত তৌহিদ উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল গফুর সরকারের ছেলে। শুক্রবার দুপু‌রে তৌহিদের গলাকাটা লাশ তার বাবার ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন। গ্রামের বাড়িতে মা দুলালী বেগমের কাছে থাকতো তৌহিদ। শুক্রবার সকালের দিকে বাড়ির লোকজন কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এ সময় তৌহিদের মা বাড়ির কাছে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘটনার সময় তৌহিদ সরকার একাই ছিল বাড়িতে ঘরের ভেতর।

এ অবস্থায় কে বা কারা ওই ঘরের ভেতর ঢুকে তৌহিদ সরকারকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর মৃতদেহ মেঝেতে ফেলে রেখে যায়। পরে বাড়িতে ফিরে তৌহিদের মা ঘরের মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হ‌য়ে যান। তার চিৎকার শু‌নে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। এ হত্যাকান্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা