বাউফলে আসামিদের সঙ্গে ওসির আনন্দ উদযাপনের ছবি ভাইরাল!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ২০:৫৫
অ- অ+

দ্রুত বিচার আইনের মামলার আসামিদের নিয়ে আনন্দ উদযাপন করলেন পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। আসামিদের ওসির গুনকীর্তন করে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচিত হচ্ছেন ওসি মোস্তাফিজুর। অন্যদিকে এই পরিস্থিতিতে শঙ্কিত মামলার বাদি। তিনি তার মামলাটি সঠিক তদন্ত না হওয়ার আশঙ্কা করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে বাউফল থানা চত্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারা দেশের মতো বাউফল থানা পুলিশের ‘আনন্দ উদযাপন’ নামে একটি অনুষ্ঠান হয়। এতে দ্রুত বিচার আইনের একটি মামলায় চার আসামিসহ মাদক ও ছিনতাই মামলার আসামিরা যোগ দেন।

এলাকাবাসী ও আদালত সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি রাতে মো. ফয়েজ বিশ্বাসের(২৫) নেতৃত্বে ১৮-১৯ জনের একটি দল বটকাজল গ্রামের ব্যবসায়ী মো. মিজান মৃধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। ওই ঘটনায় পটুয়াখালীর আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে ১৮ ফেব্রুয়ারি মিজান বাদী হয়ে একটি নালিশী অভিযোগ করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে বাউফল থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। ওসি ২৫ ফেব্রুয়ারি মামলা রুজু করেন।

রবিবারের আনন্দ উদযাপনের অনুষ্ঠানে দ্রুত বিচার আইনের ওই মামলার তালিকার এক নম্বর আসামি মো. ফয়েজ বিশ্বাস(২৫), দুই নম্বর আসামি মো. মামুন হাওলাদার(৩২), তিন নম্বর আসামি কবির মৃধা(৩০), নয় নম্বর আসামি মো. হাসান দফাদার(৩০) ও ১০ নম্বর আসামি আলাউদ্দিন খানসহ(৩০) তাদের সমর্থিত অনেকেই উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, আসামি কবির দুইবার বিপুল পরিমান ইয়াবাবড়িসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘদিন কারাগারে ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। হাসান ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, ওসি মোস্তাফিজ মাঝখানে দাঁড়িয়ে। তার বাঁ পাশে ফয়েজ ও মামুন এবং ডান পাশে হাসান, কবির ও আলাউদ্দিনসহ আরও কয়েকজন ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছেন।

ফয়েজ বিশ্বাসের আইডি থেকে পোষ্ট করা সেলফিতে দেখা যায়, ওসি মোস্তাফিজ ও ফয়েজ হাস্যোজ্জল। ফয়েজ পোস্টে লিখেছেন, ‘একজন সৎ পুলিশ অফিসার, স্যার আপনার হাতেই নিরাপদ আমাদের বাউফল। স্যারের জন্য অনেক অনেক শুভ কামনা।’

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে এবং আসামিদের ফেসবুকে আইডির পোস্ট দেখে জানা যায়, ওই অনুষ্ঠানের শুরুতে থানা চত্বরের ফুল বাগানের পাশে ও অনুষ্ঠান চলাকালে তারা ওসির সঙ্গে ছবি ও সেলফি তোলেন। ওই ছবি ও সেলফি আসামিরা তাদের ফেসবুক আইডি থেকে পোষ্ট করেন।

এ বিষয়ে মামলার বাদী মিজান মৃধা বলেন,‘দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে না। এমনিতেই আসামিদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সবাই ভীতসন্ত্রস্থ। ওসির সঙ্গে আসামিদের সখ্যতার ছবি দেখে আমি হতভম্ব ও মামলার সঠিক তদন্ত নিয়ে শঙ্কিত।’

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ মোহসিন বলেন, ‘মামলা তদন্তকালীন আসামিদের নিয়ে আনন্দ উদযাপন, তাও আবার দ্রুত বিচার আইনের ধারার মামলায়। এটা খুবই দুঃখজনক। যা সঠিক বিচারের জন্য হুমকিস্বরুপ।’

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আনন্দ উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়েছিলেন। অনেকেই আমার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। তাদের মধ্যে কে আসামি, আর কে আসামি না, তা আমি চিনতে পারিনি।’

(ঢাকাটাইমস/৮মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা