৩৮৬ দিন পর বাসার বাইরে গেলেন খালেদা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১০:৩৪ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ২০:৫৯
ফাইল ছবি

দুর্নীতির মামলায় সাজাভোগ করার মধ্যেই সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় যান বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। গত বছরের ২৫ মার্চ বাসায় ফেরার পর করোনার প্রকোপের মধ্যে আর বের হননি সাবেক এই প্রধানমন্ত্রী। তবে নিজে করোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান করার জন্য হাসপাতালে গেলেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

কারাবন্দি হওয়ার ২৫ মাস পর তিনি শর্তসাপেক্ষে গত বছরের ২৫ মার্চ মুক্তি পান। সে হিসেবে ৩৮৬ দিন পর তিনি বাসা থেকে বের হলেন।

খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। শারীরিক নানা সমস্যা নিয়ে তিনি প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।

গত রবিবার খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসকরা একাধিকবার পরীক্ষা-নীরিক্ষা করে জানিয়েছেন তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বাড়তি সতর্কতা হিসেবে করোনায় আক্রান্তদের যে ধরনের পরীক্ষা করতে হয় তা করা হয়েছে খালেদা জিয়ার। যার রিপোর্ট আজ হাতে পৌঁছেছে চিকিৎসকদের।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

এই বিভাগের সব খবর

শিরোনাম :